EXTEND A HAND,
REBUILD A FUTURE:
SUPPORT FLOOD-AFFECTED
FAMILIES.

বন্যার্তদের পাশে থাকুন

বন্যার পানি সাধারণ মানুষের বাড়ি ঘর, সম্পত্তি, তাদেরকে জীবন ধরণের অতি প্রয়োজনীয় জিনিসপত্র ধ্বংস করে , ক্ষেতের ফসল, পুকুরের মাছ থেকে শুরু করে তাদের ব্যবসাকে প্লাবিত করে তাদের জীবন ধারণকে দুর্বিষহ করে তুলবে। সরকার এর প্রাথমিক ফোকাস এখন জীবন বাঁচানো এর পর উদ্ধারকৃত মানুষের জন্য খাদ্য , বস্ত্র ,ঔষধ আর একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা , এরপর অবকাঠামোর এবং অত্যাবশ্যকীয় পাবলিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস নিশ্চিত করা। এসব কিছু করা অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত সরকার এর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ।
প্রায়শই বন্যার প্রভাব দীর্ঘমেয়াদী হয় এবং বন্যার্তদের জন্য অত্যন্ত ব্যয়বহুল, বিঘ্নিত এবং কষ্টকর হতে পারে। স্বাভাবিক ভাবেই ব্যক্তি পর্যায়ে সরকারী ত্রাণ এর সাহায্য পৌঁছানো সময় সাপেক্ষ। আশার কথা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এনজিও ও দাতব্য প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি উদ্যোগে অসংখ রেস্পন্স টিম এখন মাঠে কাজ করছে। আরো সাহায্য আসবে আশা করি। এদের সময়োচিত শারীরিক , আর্থিক ও অক্লান্ত পরিশ্রমের ফলে বন্যার্ত মানুষদের টিকে থাকাটা সীমাহীন কষ্টের মাঝে আশার এল জাগিয়েছে।
পূর্বের প্রাকৃতিক দুর্যোগ পরবর্তি সময়ে সময়ের অভিজ্ঞতা থেকে দেখা গেছে , দুর্যোগ পরবতী সময়ে যখন ভুক্তভোগী পরিবারের সবচেয়ে বেশি সাহায্য প্রয়োজন তখন অন্য কোনো প্রায়োরিটির কারণে তারা উপেক্ষিত হয়ে যায়। ফলশ্রুতিতে ভুক্তভোগীদের সংখ্যা বাড়ে। এর জন্যে
বন্যার্তদের সাহায্যর জন্যে প্রাথমিকভাবে আমরা বিশেষ ক্ষতিগ্রস্ত উপজেলা বা থানার কোন গ্রাম বা কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে আর্থিক ( নগদ ১০,০০০.০০ দশ হাজার টাকা ) মোট দশ লক্ষ্য টাকা সংগ্রহের পরিকল্পনা করেছি ।
এই বিষয়ে আমরা সরকারি ত্রাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এর সমন্বয় করে ক্ষতি গ্রস্ত গ্রাম/ থানা নির্বাচন করে সেই এলাকার বিশেভাবে দরিদ্র পরিবারগুলির তালিকা সংগ্রহ করে তাদের কাছে আমাদের ৩/৪ সদস্যের স্বেচ্ছাসেবীদের নিয়ে তাদের কাছে আমাদের আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার পরিকল্পনা করেছি।
আমাদের এই উদ্যোগের সাথে যে কেউ বা যে কোনো চ্যারিটি প্রতিষ্ঠান ( SUNAGORIK FOUNDATION BANGLDESH) কাজ করতে পারবে।
আপনি যদি বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চান তাহলে আপনার আর্থিক সাহায্য নিচের একাউন্টে জমা দিতে পারেন

Our Vision and Mission

Our program

We Find & Fund

We are in search of opportunities to help as many youth as possible. We approach and fund all those who are in need.

We Provide Care

Today’s youth need a helpful hand and right guidance at every stage. Here’s where we take care of them like our own.

We Educate

We run small-scale schools for the underprivileged children and youth of daily wage workers for a better future.

We Employ

We run organizations where we employ youngsters so they can live their dreams for themselves and their families.
Scroll to Top