ফারজানা ফজলুল তারিন বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত।

 

ফারজানা ফজলুল তারিন বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই সে মেধাবী। তার যমজ বোন আফসানা ফজলুল জেরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে রসায়ন বিভাগে পড়ছে । দুইবোন ৩য় শ্রেণি থেকে পালাক্রমে ক্লাসে ১ম ও ২য় হয়ে এসেছে। বাবা দরিদ্র কাঠমিস্ত্রি।সরকারি খাস জমিতে তিনি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করেন।প্রতিনিয়ত আশংকা উচ্ছেদের। লেখাপড়ার খরচ চালানোর ব্যপারে তিনি ছিলেন সন্দিহান । অস্বচ্ছলতা তাঁর নিত্যসঙ্গী। মেয়েরা নবম শ্রেণিতে উঠার পর ভাল ফলাফল করা সত্ত্বেও বিজ্ঞান বিভাগে পড়ালেখা করার কথা চিন্তা করে তিনি দিশেহারা হয়ে পড়েন যেহেতু বিজ্ঞান বিভগে পড়ালেখা ব্যয়স্বাপেক্ষ ।কিন্তু মেয়েদের অদম্য আগ্রহ ও শিক্ষকদের সহায়তায় দুই বোন বিজ্ঞান বিভাগে পড়তে শুরু করে এবং কোনরকম গৃহশিক্ষক ছাড়াই জি পি এ ৫ পেয়ে সফলতার সাথে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভর্তি কোচিং ছাড়াই বিভিন্ন ভর্তি পরীক্ষায় তারা সফল হয় ও একজন মেডিকেল কলেজে আরেকজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পিতার মুখ উজ্জ্বল হয়েছে সত্যি কিন্তু দারিদ্রতা পিছু ছাড়েনি। অস্বচ্ছলতার দরুণ পিতার পক্ষে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করা দিনে দিনে দুরুহ হয়ে উঠতে থাকে। এমন ই পরিস্থিতিতে তারা সন্ধান পায় ‘ সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর। সুনাগরিক ফাউন্ডেশন উদ্যোগ নেয় মেধাবী সহোদরার স্বপ্ন পুরণ করার ,পদক্ষেপ নেয় তাদেরকে সত্যিকারের মানুষ বানানোর ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার। আফসানা ফজলুল জেরিন এর ফলাফল বিবেচনা করে সুনাগরিক ফাউন্ডেশন তাকেও বৃত্তি প্রদান শুরু করে । ‘সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর লক্ষ্য দুইবোন একদিন সমাজের বরেণ্য ব্যক্তি হয়ে উঠবে , পড়ালেখা শেষ করে সুপ্রতিষ্ঠিত হবে।

 

আজ চাওয়া ব্যক্তি গোষ্ঠী সকলে ‘ সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর পাশে থাকুন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মেধাবী ছাত্রছাত্রীদেরকে খুঁজুন, পৌঁছে দিন তাদেরকে ‘ সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর কাছে , সুযোগ করে দিন মেধাবীদের মেধা বিকাশের , যারা বিত্তহীন ও সমাজে সুবিধাবঞ্চিত।

 

‘সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ’এর ওয়েবসাইট https://www.sunagorik.org/

 

শিক্ষাবৃত্তি আবেদন ফরম পাওয়া যাবে এই ওয়েবসাইটে ।

গত ৩/১২/২০২২ শনিবার অনুষ্ঠিত হলো ‘সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর ১৩তম বৈঠক।

গত ৩/১২/২০২২ শনিবার অনুষ্ঠিত হলো ‘সুনাগরিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এর ১৩তম বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পুরাতন ও নতুন সদস্যবৃন্দ-সুনাগরিক ফাউন্ডেশনের সম্পাদক Mohammed Sarwar Alam Sarker

 

(মো.সারোয়ার আলম সরকার),মনজুর কাদের খান, Tasneem Taher (তাসনীম তাহের ),Mohammad Atiqullah Sayeed (মো.আতিকুল্লাহ সাঈদ), Zinat Rahman (জিনাত রহমান) , নাজমা আক্তার, মিশাইলুর রহমান, মোসা. জান্নাতী, সাজিয়া সুলতানা, ববিতা রাণি দাশ,উপমা সাঈদ, তারেক খান, গুলে জান্নাত, ফাতেমা তুজ জোহরা তমা, সরকার নম্রতা মনস্বী ও আতিকুল্লাহ তনয় সুহৃদ । আলোচনার বিষয়বস্তুতে স্থান পায় ক) ফাউন্ডেশনের কার্যক্রমের প্রচারণা ও প্রসার সংক্রান্ত আলোচনা যাতে জিনাত ও আতিকুল্লাহ তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও গাইডলাইন তুলে ধরেন। খ) ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়নে তাসনীম ও সারওয়ার ভাই তাঁদের যুক্তি, মতামত দেন । গ) ব্যক্তি পর্যায়ে ফান্ডিং এর প্রসার ঘটানোর ব্যাপারে সারোয়ার ভাই ও মনজুর কাদের খান ভাই মতামত জ্ঞাপন করেন। ফলপ্রসূ গল্পগুলোকে উপস্থাপন করার ক্ষেত্রে নম্রতা ও উপমার মনোযোগ আকর্ষণ করা হয়। ঘ) ছাত্রছাত্রীদের ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে কীভাবে সুনাগরিকের কার্যক্রম পৌঁছানো যায় এ ব্যাপারে সকল সদস্যদের সহযোগিতার কামনা করা হয়। আলোচনা চলাকালীন সুনাগরিক ফাউন্ডেশনের চেয়ারম্যান Rabiul Afiz (রবিউল আফিজ) পাকিস্তান থেকে ভিডিও কলের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সান্ধ্যযোগের মাধ্যমে সভার ইতি টানা হয়।

Scroll to Top